নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশে মরদেহটি পাওয়া যায়। শিশুটির নাম সাদ্দাম হোসেন (৩)। সে শীলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির সামনে থেকে শিশু সাদ্দাম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিন দিন পর, রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানিয়েছেন, মরদেহটি পচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে, তবে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সাধারণ ডায়েরির ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩