আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : দেশের বহুল প্রচারিত বাংলা জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার প্রতিবাদে বেলাবতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার বেলাব প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলাব প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, দৈনিক যায়যায়দিন বেলাব প্রতিনিধি মোঃ আমিনুল হকের পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মোঃ স্বপন মাহমুদ, সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি শেখ আঃ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফাল্গুনী টিভির প্রতিনিধি মকবুল হাসান রজনী,
অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি আলমগীর পাঠান, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আলী হোসেন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল প্রতিনিধি এমাদ মিয়া, যায়যায় কালের ক্রাইম রিপোর্টার এসআই খান, মোহনা টিভি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আশিকুর রহমান সৈকত,দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি ফয়সাল আব্দুল্লাহ, দৈনিক গড়বো বাংলাদেশের প্রতিনিধি শাহিনুর আক্তার’সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।