1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসাকে বদলী, তার বদলী শাস্তিমূলক কি না জনমনে প্রশ্ন নরসিংদীতে ১২শ মানুষকে ইফতার করালেন ইউনিয়ন মুজাহিদ কমিটি চাঁদাবাজ, ধর্ষক ও খুনিদের ছাড় দেওয়া চলবে না: বিএনপি নেতা জুয়েল পলাশে ইটভাটাকে মোবাইল কোর্টে অর্ধলক্ষ টাকা জরিমানা ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে নরসিংদীতে শহীদ জিয়া পরিষদের মানববন্ধন পলাশে অটোরিকশা ভাড়া করা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা মনোহরদীতে মোবাইল কোর্টে আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৪ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : মুজাহিদ প্রজন্ম, বিশিষ্ট যুবক ও ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী গ্যালাক্সি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। এটি কেবল উপবাসের জন্য নয়, বরং আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাস। বর্তমান সংকটময় পরিস্থিতিতে আমাদের দেশকে সঠিক নেতৃত্বের দিকে নিতে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক যুব সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পরিবর্তন আনতে হলে যুবসমাজকে কুরআন-হাদিসের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। সুদ-ঘুষমুক্ত ব্যবসা ও ন্যায়পরায়ণ নেতৃত্ব গড়ে তুলতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, বর্তমান সময়ে দুর্নীতি, সিন্ডিকেট, অবিচার ও বৈষম্য সমাজকে গ্রাস করছে। সাধারণ মানুষ ন্যায়ের বিচার পাচ্ছে না, রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে দেখেছি, জনগণ কীভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে।

বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম যুব সংগঠন যুব খেলাফত মজলিস নরসিংদী জেলার সভাপতি মুফতি হাশমতুল্লা ফরিদি, যুব জমিয়ত নরসিংদী জেলার সভাপতি আব্দুর রহমান, এনসিপি নরসিংদী জেলা প্রতিনিধি রাকিব, আওলাদ হোসেন জনি, মুজাহিদ প্রজন্ম, বিশিষ্ট যুবক পেশাজীবিদের মধ্যে তরুণ আইনজীবী উদীয়মান শিক্ষাবিদ, সাংবাদিক ও উদ্যোক্তা প্রমুখ।

প্রধান বক্তা মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন বলেন, নেতৃত্বের পরিবর্তন আনতে হলে আমাদের যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। ইসলামই পারে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গঠন করতে। সুতরাং সম্ভাবনার বাংলাদোশ গড়তে হলে যুব সমাজকেই সবচেয়ে বেশি ত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, রমাদান মুসলিম সভ্যতার বিজয়ের মাস। এই মাসেই আমরা বাতিলকে পরাজিত করার চেতনা লাভ করি। বদরের প্রান্তরে মিথ্যার কবর রচনা করার মধ্যদিয়ে যুগে যুগে সত্যের বিজয়ের যে অনুপ্রেরণা যুগিয়েছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তা আমাদেরকে কাজে লাগাতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি সাইদ আহমদ সরকার বলেন, যুবসমাজের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করা। ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক ও পেশাজীবি যুব সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো লুটেরা, চাঁদাবাদ ও আদর্শ বিকিয়ে দেয়া শাসক আসতে পারবে না। নতুন ক্ষমতার বন্দোবাস্ত করতে হলে ইসলাম, দেশ ও মানবতাকে অগ্রাধিকার দিতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, সহ-সভাপতি মুফতি কাউছার আহমাদ ভূইয়া, সেক্রেটারি মুহা.রাকিবুল হাসান, শিক্ষক ফোরাম নরসিংদী জেলা সভাপতি ওয়ালী খানঁ, শ্রমিক আন্দোলনের নরসিংদী জেলা সেক্রেটারি হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি এম রাশিদুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি ওমর ফারুক বিন হানিফ, অর্থ সম্পাদক মুহা: ইমরান হোসেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT