নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার আনাস নামে তিন বছরের এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মা শিরীন আক্তার (২৫) এর বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আনাস দক্ষিণ মির্জানগর এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে রায়পুরার হাইমারার শিরীন আক্তারকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। তারপর থেকে তার স্ত্রী একমাত্র শিশু সন্তান আনাসকে নিয়ে শশুর বাড়িতেই বসবাস করে আসছেন। শনিবার নিজ ঘরে সন্তানকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরীন আক্তার। এসময় পাশের ঘরে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুর দাদি। পরে চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু কি কারণে নিজ সন্তানকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হলো তা জানাতে পারেন নি দাদি। ঘটনার পর থেকে পুত্রবধূ পালিয়ে গেছেন বলে তিনি জানান।
এ ঘটনায় রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান জানান, হত্যাকাণ্ডের সংবাদ শুনার সাথে সাথে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩