এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়’ এর ২০২৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিলেট হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় সাতছড়ি উদ্যানে শিক্ষাসফর উপভোগ করেন বিদ্যালয়টির ১৮০জন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ।
জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা রুহুল আমিন সায়েম এর তত্বাবধানে ভোরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ৪ টি অত্যাধুনিক বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রা শুরু করে দুপুরে গন্তব্যস্থল সাতছড়িতে পৌঁছায়। সেখানে টিকেটের মাধ্যমে প্রবেশ করে সাতছড়ি উদ্যানের বিভিন্ন প্রাণী ও পর্যটন স্থানগুলো পরিদর্শন করা হয়। বিকেলে চা বাগান পরিদর্শন করেন সকলে। সেখানে অনেকেই আবার স্মৃতি সংরক্ষন করতে মুঠোফোন বা ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ধারন করেন। পুরো সফরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ছিলো ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।
প্রতিষ্ঠান প্রধান রুহুল আমিন সায়েম বলেন, ভ্রমণ মানুষকে কূপমণ্ডূকতার ছত্রচ্ছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার।। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শিকড় সম্পর্কে জানতে।
শিক্ষার্থীরা বলেন, সাতছড়ি উদ্যানে শিক্ষা সফরের মাধ্যমে সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা গেছে। এই সফর আমাদের শিক্ষা জীবনে সবসময় স্মৃতিময় হয়ে থাকবে। আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক সুন্দরভাবে শিক্ষা সফর সম্পন্ন করিয়েছেন। পড়া লেখার পাশাপাশি এ ধরনের সফর একজন শিক্ষার্থীর জন্য খুবইি দরকার। বইয়ের বাইরেও ভ্রমণ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।