1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ১২শ মানুষকে ইফতার করালেন ইউনিয়ন মুজাহিদ কমিটি চাঁদাবাজ, ধর্ষক ও খুনিদের ছাড় দেওয়া চলবে না: বিএনপি নেতা জুয়েল পলাশে ইটভাটাকে মোবাইল কোর্টে অর্ধলক্ষ টাকা জরিমানা ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে নরসিংদীতে শহীদ জিয়া পরিষদের মানববন্ধন পলাশে অটোরিকশা ভাড়া করা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা মনোহরদীতে মোবাইল কোর্টে আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা ধর্ষকের শাস্তি ‘মৃত্যুদণ্ডের’ দাবিতে বেলাবতে ছাত্রদলের মানববন্ধন রায়পুরায় ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

আওয়ামীলীগকে অর্থের যোগান দিত শিশির; আদালত প্রাঙ্গণে সমন্বয়কদের কঠোর হুঁশিয়ারি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫০ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে আদালতে উঠানো এবং নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ থেকে নরসিংদী জেলার ১০ জন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর নরসিংদী সদর মডেল থানার ভেতর “জয় বাংলা” স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদী জেলা জজ কোর্টের ৩ নাম্বার গেটে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা, পরে বেলা ১২টার দিকে তিন নাম্বার গেট থেকে জেলা আইনজীবী সমিতির গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহান হায়দার জানায়, আন্দোলনের সময় আলী হোসেন শিশির ছিলেন আওয়ামী লীগের ফান্ড ব্যাংক, তাকে আজকে কোর্টে তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনরকম বিশৃঙ্খলা যেন কোর্ট প্রাঙ্গণে না হতে পারে সে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি।

যে সকল আইনজীবীরা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষের মামলা নিয়ে লড়ছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে সোহান বলেন, খুনি হাসিনাকে আমরা সরিয়ে দিতে পেরেছি, আপনাদেরকেও সরিয়ে দিতে পারবো।

থানার ভিতর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের জয় বাংলা স্লোগান দেওয়াকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, গতকাল পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগের গুন্ডারা জয় বাংলা স্লোগান দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি যে সকল পুলিশ এই স্লোগান দেওয়াতে মদুদ দিয়েছে সেই সকল পুলিশদেরকে প্রত্যাহার করে বিচারের আওতায় নেওয়ার দাবী জানাচ্ছি।

তারা আরও বলেন, ছাত্রলীগের যে আগাছা গুলো আছে এগুলো যেন নরসিংদী জেলাতে একটিও না থাকতে পারে, এই জেলাতে কোন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের জায়গা হবে না।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা-পুলিশ একাধিক মামলার আসামী শিল্পপতি আলী হোসেন শিশিরকে গ্রেপ্তার করে। এবং গত ৩ ফেব্রুয়ারি সোমবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে আসা হলে থানার ভিতর তারা “জয় বাংলা” স্লোগান দিতে থাকে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT