শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক একেএম মোজাম্মেল হক মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা আতাহার আলী খান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা কোতোয়ালি মেট্রোপলিটন থানার সমবায় কর্মকর্তা মোঃ জহিরুল আলম ভূইয়া ফারুক, প্রধান উপদেষ্টা ছিলেন কোকাকোলা ফুট প্রোডাক্টস লিমিটেডের হেড অফ ফাইন্যান্স আলহাজ্ব শামসুল আলম বকুল, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, আপন নিবাস আবাসিক মোহাম্মদ আমিনুল হক রনিক,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা, শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সদস্য আমজাদ হোসেন মৃধা, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক মো: আতাউর রহমান, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আমজাদ হোসেন রেনু, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আফসার উদ্দিন দেওয়ান, শিমুলিয়া বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ফটিক প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের, সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।