1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজ, ধর্ষক ও খুনিদের ছাড় দেওয়া চলবে না: বিএনপি নেতা জুয়েল পলাশে ইটভাটাকে মোবাইল কোর্টে অর্ধলক্ষ টাকা জরিমানা ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে নরসিংদীতে শহীদ জিয়া পরিষদের মানববন্ধন পলাশে অটোরিকশা ভাড়া করা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা মনোহরদীতে মোবাইল কোর্টে আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা ধর্ষকের শাস্তি ‘মৃত্যুদণ্ডের’ দাবিতে বেলাবতে ছাত্রদলের মানববন্ধন রায়পুরায় ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত ধর্ষণের শাস্তি ‘প্রকাশ্যে মৃতুদন্ড’ করার দাবিতে নরসিংদীতে মানববন্ধন

বেলাবতে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ‘ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট (এনভিএস) উচ্চ বিদ্যালয়ে এ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নারায়নপুর ইউনিয়নের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে থেকে ১৩৮ জন শিক্ষার্থী একঘন্টার এ শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার করার কথা থাকলেও অংশ নেয় ১৩১ জন। এর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১০ জনকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান, কম্পিউটার প্রশিক্ষণ ও গ্রাফিক্স ডিজাইন কোর্স প্রদান করা হবে। পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট (এনভিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক। এ সময় উপস্থিত ছিলেন এ এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, “চলো গড়ি বেলাব” এডমিন প্যানেল সদস্য সোহারাব হোসেন, মো. রহমতুল্লাহ, মো. কাউসার মিয়া’সহ প্রমূখ।

সোহারাব হোসেন বলেন, ‘ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি-২০২৪ পরীক্ষাটি আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আমরা তাদের মাঝে পড়ালেখার ক্ষেত্রে একটি সুস্থ প্রতিযোগিতার মানুষিকতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। মানুষের অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। আমরা ডা. রহমত উল্লাহ পাভেলের এমন প্রসংশিয় একটি উদ্যোগ এ শিক্ষাবৃত্তি পরিক্ষার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাই ।

ডা. রহমত উল্লাহ পাভেল বলেন, শিক্ষা বৃত্তি পরীক্ষাটি বর্তমানে উপজেলা ভিত্তিক হলেও ভবিষ্যতে তা জেলা ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। যেন বৃত্তিপ্রাপ্ত এ সকল শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তাদেরকে অনুপ্রাণিত করতে আমাদের এ প্রয়াস। মেধাবী ভিত্তিতে প্রথম দশ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে এবং তাদের জন্য আজীবন ফ্রি চিকিৎসা ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT