নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কার পেলেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম। শনিবার (১৫ মার্চ) দুপুরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে কাউন্সিলর অব কনজিউমার রাইটস বাংলাদেশ (CRB)।
এসময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম এ কাইয়ুমকে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।
কাউন্সিলর অব কনজিউমার রাইটস বাংলাদেশ পলাশ শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।