1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদ যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মনোহরদীতে মোবাইল কোর্টে ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পালাতে বাধ্য করেছি: মঈন খান জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধিনে রাখতে পলাশে মানববন্ধন শিবপুরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসাকে বদলী, তার বদলী শাস্তিমূলক কি না জনমনে প্রশ্ন নরসিংদীতে ১২শ মানুষকে ইফতার করালেন ইউনিয়ন মুজাহিদ কমিটি চাঁদাবাজ, ধর্ষক ও খুনিদের ছাড় দেওয়া চলবে না: বিএনপি নেতা জুয়েল

ঈদ যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫ বার
Oplus_131072

আজ শুক্রবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট।

গত রোববার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। আগাম টিকিট বিক্রি কার্যক্রম টানা সাতদিন চলবে ।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১৪ মার্চ টিকিট ক্রয় করবেন তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন।

টিকিট বিক্রির সময়সূচি :

১৪ মার্চ : ২৪ মার্চের টিকিট
১৫ মার্চ : ২৫ মার্চের টিকিট
১৬ মার্চ : ২৬ মার্চের টিকিট
১৭ মার্চ : ২৭ মার্চের টিকিট
১৮ মার্চ : ২৮ মার্চের টিকিট
১৯ মার্চ : ২৯ মার্চের টিকিট
২০ মার্চ : ৩০ মার্চের টিকিট

তবে, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে ক্রয় করতে হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রমতে, যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। এ ছাড়া, বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে;ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর- পার্বতীপুর- জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

এ ছাড়া, ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এ ছাড়া, ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না বলে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT