হারুনূর রশীদ : নরসিংদীর রায়পুরায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস এন্ড হোপ এর আয়োজনে মরহুম নাহিদ খন্দকার স্মৃতি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি শুকুইরা বাজার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ। উক্ত অনুষ্ঠানে অধ্যাপক মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক ও ব্যবসায়ী মাহবুবুর রহমান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মেম্বার, দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ কাজল ভূঁইয়া, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সালাম, রায়পুরা পূর্বাঞ্চল স্বেচ্ছাসেবী ফোরাম আহ্বায়ক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক সজল মাহমুদ, আয়োজক কমিটির সদস্য ওয়াহিদ খন্দকার রাশেদ প্রধান, মারুফ খন্দকার, রকি খন্দকার প্রমূখ। প্রধান আলোচক ছিলেন মোঃ মোছলেহ উদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠাতা, মোছলেহ উদ্দিন ভূঁইয়া।
নাহিদ খন্দকার স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্টে মো ৩২ টি দল নকআউট ভিত্তিতে অংশ নেন। ফাইনাল খেলায় তালুকান্দি ফুটবল একাদশ বনাম গৌরিপুর পূর্বপাড়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দীতা করে গৌরিপুর পূর্বপাড়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৪-৫ গোলে তালুকান্দি ফুটবল একাদশ বিজয়ী হন। জয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ফাইনাল গোল্ড এবং কাপ ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে এলইডি টিভি পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজক কমিটির সদস্য রাশেদ প্রধান বলেন, তরুন প্রজন্মের মাঝে শরীর চর্চার পাশাপাশি মাদক মোবাইল আসক্তি থেকে ফেরাতে প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন। ফুটবলপ্রেমীরা ফুটবল টুর্নামেন্ট দারুন উপভোগ করেছে। সামনে আরও খেলার আয়োজন করা হবে।
# হারুনূর রশিদ রায়পুরা নরসিংদী ০১৭১৭৭৩৭২৬৬